E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নাগরপুরে শতাধিক মন্ডপে দুর্গা পূজার প্রস্তুতি সম্পন্ন                       

২০১৭ সেপ্টেম্বর ২৩ ১৪:৩৬:২০
নাগরপুরে শতাধিক মন্ডপে দুর্গা পূজার প্রস্তুতি সম্পন্ন                       

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি : মহালয়ার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়  দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেলেও মূল পূজা শুরু হতে এখনও বেশ কয়েকদিন দেরী। আগামী সোমবার (২৫ সেপ্টেম্বর ) দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে ছয় দিনের শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আর এ শেষ সময়ে টাঙ্গাইলের নাগরপুরের প্রতিমা তৈরির শিল্পীরা মহাব্যস্ত সময় কাটাচ্ছেন। অধিকাংশ মন্ডপের প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। তবে প্রতিমা শিল্পীরা এখন রং তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত। প্রতিমার কারিগরদের যেন দম ফেলার সময় নেই। নাগরপুর উপজেলায় এ বছর ছোট বড় মিলিয়ে প্রায় ১ শত ১৫ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সরেজমিনে নাগরপুরের কয়েকটি মন্ডপ ঘুরে দেখা যায় ,বেশিরভাগ এলাকায় প্রতিমা তৈরির কাজ শেষ হয়ে গেছে। এখন প্রতিমার গায়ে দেওয়া হচ্ছে রং তুলির সর্বশেষ আঁচড়। আর সেই কাজ দেখতে ভীড় করছে স্থানীয়রা। নাগরপুর উপজেলার মহামায়া ক্লাব,কিশোর ক্লাব,কাঠুরী ঘোষ পাড়া,মামুদনগর, শিবসংঘ ক্লাব, সহবতপুরে সবচেয়ে জাকজমকপূর্ণ দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। নাগরপুর হরিভক্ত পাড়া সার্বজনীন পূজা মন্ডপের কারিগর আনন্দ চন্দ্র পাল বলেন,এবার দুর্গা পূজায় আমি নাগরপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে ৩০টি প্রতিমা তৈরি করছি। পূজা আসলেই আমাদের ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুন। এখন চলছে শেষ মুহুর্তের কাজ। ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত কাজ করছি।

এদিকে আয়োজকরা পূজা মন্ডপের আলোকসজ্জা এবং ডেকোরেশনসহ বিভিন্ন আনুষঙ্গিক কাজে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার পুজা উদযাপন কমিটির আহবায়ক লক্ষ্মী কান্ত সাহা বলেন, এবার দেবী দুর্গার নৌকায় আগমন, ঘোটকে গমন। আমাগী সোমবার থেকে শুরু হয়ে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিজয়া দশমী, প্রতীমা বিসর্জন ও শোভাযাত্রার মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দুর্গাউৎসব। নাগরপুরে হিন্দু মুসলিম ভাই ভাই। আর ধর্ম যার যার উৎসব সবার। আশা করছি অতীতের মতো এবারও সকলের সহযোগিতায় যথাযথ মর্যদায় দুর্গোৎসব উদযাপন করতে পারব। সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজায় অনুদান হিসেবে ৫শ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীন বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, আমাদের বাঙ্গালী জাতির ঐতিহ্যের অংশ বিশেষ। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ, গ্রাম পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক বাহীনির পাশাপাশি র‌্যাব ও ভ্রাম্যমান আদালতের বিশেষ টিম নিয়মিত টহলে থাকবে।

(আরএসআর/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test