E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

চাটমোহরে পিতার সাথে নদীতে নেমে সন্তান নিখোঁজ

২০১৭ সেপ্টেম্বর ২৩ ১৮:০৪:১৫
চাটমোহরে পিতার সাথে নদীতে নেমে সন্তান নিখোঁজ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বরদানগর গ্রামে গুমানী নদীর পানিতে পড়ে শনিবার সাব্বির হোসেন নামে দশ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুটি উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বরদানগর গ্রামের মো. রেজাউল করিমের ছেলে।

দুপুরে শিশু সাব্বির তার পিতাসহ অন্যান্য স্বজনরা একটি বিয়ের বৌভাত অনুষ্ঠানে যাবার কথা ছিলো। অনুষ্ঠানে যাবার আনন্দে গোছল করতে নদীতে। কিন্তু ছেলে হারিয়ে বাবা-মা ও স্বজনদের সেই আনন্দ রুপ নিয়েছে শোকে। সেখাই চলছে শোকের মাতম। আনন্দ সেই বাড়িটি আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে বরদানগর গুমানী নদীতে গোলাপ মেম্বরের ঘাটে সাব্বির ও তার পিতা বৌভাত অনুষ্ঠানে যাবে বলে নদীতে গোসল করতে নামে। এ সময় প্রবল স্রোতে শিশুটি তলিয়ে নিখোঁজ হয়। পিতার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নদীতে নেমে খুঁজতে থাকে।

খবর পেয়ে চাটমোহর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ও এলাকাবাসী নদীতে নেমে জাল ফেলে অনেক খোঁজাখুঁজি করে সাব্বিরের সন্ধান পাননি। তিন ঘন্টাব্যাপী দমকল বাহিনী ও শিশুটির স্বজন ও স্থানীয়ারা নদীতে চেষ্টা চালিয়েও শিশুটিকে উদ্ধার করতে পারেনি।

চাটমোহর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম জানান, ‘নিখোঁজ শিশুকে খুঁজে বের করতে রাজশাহী ফায়ার সার্ভিস ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই আবারও নদীতে শিশুটির খোঁজে সন্ধান চালানো হবে।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৪টা) নিখোঁজ শিশুটির সন্ধান মেলেনি।


(এসএইচএল/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test