E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কালিহাতীতে বর্ষাকালীন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

২০১৭ সেপ্টেম্বর ২৩ ২০:২১:১৯
কালিহাতীতে বর্ষাকালীন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুরে বর্ষাকালীন ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সহদেবপুর খেলার মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় ধানমন্ডি স্পোটিং ক্লাব ট্রাইবেকারে ৩-০ গোলে কলাবাগান স্পোটিং ক্লাবকে পরাজিত করে।

সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের সদস্য, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আওয়ামী লীগের মনোনয় প্রত্যাশী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল কাদের, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি’র চেয়ারম্যান আফাজ উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহআলম মোল্লা, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল ফজল প্রমুখ।

খেলায় বিজয়ীদের মাল্টিমিডিয়া প্রজেক্টর ও রানার্সআপ দলের খেলোয়ারদের সাউন্ড বক্স দেয়া হয়।

মুক্তা এন্টারপ্রাইজের প্রোপাইটর ফারুক হোসেনের সৌজন্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আশেপাশের কয়েক গ্রামের বিপুল সংখ্যক দর্শক খেলাটি আনন্দের সাথে উপভোগ করেন।

(আরকেপি/এএস/সেপ্টেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test