E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০১৭ অক্টোবর ১৩ ১৬:৫৭:৪৫
দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সহযোগীতায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হল শুক্রবার আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ।

বাংলাদেশ দুর্যোগ প্রবন দেশ। প্রাকৃতিক দূর্যোগ সম্পূর্নভাবে নিয়ন্ত্রন করা সম্ভব নয়। তবে ব্যাপক পূর্ব প্রস্তুতি ও জনগোষ্ঠির মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে ক্ষয়ক্ষতির মাত্রা বহুলাংশে কমানো সম্ভব। এই উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকাররম হোসেন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামনুর রশীদ এর সভাপতিত্বে ,উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি নিতাই সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন ,একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন প্রমূখ। সভা শেষে দুর্যোগ প্রশমনের উপর স্কুল পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



(এনএস/এসপি/অক্টোবর ১৩, ২০১৭)


পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test