E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লালমনিরহাটে ইয়াবা-হেরোইনসহ ব্যবসায়ী আটক

২০১৭ অক্টোবর ১৮ ১৬:০৩:৩৭
লালমনিরহাটে ইয়াবা-হেরোইনসহ ব্যবসায়ী আটক

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ৫০পিচ ইয়াবা ট্যাবলেট ও ৯৩পিচ হেরোইনের পুড়িয়াসহ হামিদুল ইসলাম (২৭) নামের একাধিক মাদক মামলার আসামী, কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক কেেরছ সদর থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী একই জেলা সদরের বসুন্ধরা মরা গাড়ির দোলা গ্রামের আমিনুর রহমানের ছেলে।

ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানার এসআই সেলিম রেজা,পিএসআই মঈনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভা শহরের খোর্দ্দ সাবটানা মৌজার বিডিআর হাটখোলা পানির টেংকি মাঠের টিনসেট ঘরের সামনের কাচা রাস্তায় অভিযান চালিয়ে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে ৫০পিচ ইয়াবা ও ৯৩পিচ হেরোইন সহ তাকে আটক করতে সক্ষম হয়।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির নামে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে যাহার মামলা নং-৪৭, তারিখ-১৭/১০/২০১৭ইং। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে ।


(এমআইএস/এসপি/অক্টোবর ১৮, ২০১৭)


পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test