E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

গলাচিপায় ২ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন

২০১৭ অক্টোবর ২১ ১৬:১২:০৯
গলাচিপায় ২ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন এবং শহীদ শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। শনিবার সকাল ১০ টায় পৌরসভার ফেরিঘাট বালুর মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী জননেতা আলহাজ্ব আ খ ম জাহাঙ্গীর হোসাইন এমপি।

সভায় প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার সরকারের অঙ্গীকার ছিল, দেশের প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন স্থাপন করা হবে। জননেত্রী শেখ হাসিনার সেই অঙ্গীকার আজ বাস্তবায়ন হলো। এতে করে অত্র এলাকাবাসী বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে।

শহীদ শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এলাকার যুব সমাজকে মাদকের প্রতি আসক্ত না হয়ে ক্রীড়ার প্রতি আসক্ত হওয়ার আহবান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আতাউল হক, যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা।

এ সময়ে সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মু. মজিবুর রহমান, দশমিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজ মিয়া, সাংগঠনিক সম্পাদক এ্যাড. সঞ্জয় কুমার দাস, গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, প্রেস ক্লাবের সভাপতি সুমিত কুমার দত্ত মলয়, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ প্রমুখ।

(এসডি/এসপি/অক্টোবর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test