E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কুতুবদিয়ায় শ্রমিকের গলিত লাশ উদ্ধার

২০১৪ এপ্রিল ১২ ১৪:৩৭:১৯
কুতুবদিয়ায় শ্রমিকের গলিত লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়ায় এক লবন বোট শ্রমিক আব্দুল হামিদের লাশ উদ্ধার হয়েছে ৮ দিন পর। ১১ এপ্রিল রাত ৮ টায় লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। আব্দুল হামিদ লেমশীখালী গ্রামের সদর আমীনের পুত্র।

থানা সূত্র জানায়, গত ৪ এপ্রিল সকালে হঠাৎ ঝড়ো হাওয়ায় গভীর সাগরে কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবরের মালিকানাধীন কার্গো বোট এমভি রুমার শ্রমিক আব্দুল হামিদ (২২) সাগরে নিখোঁজ হয়ে যায়। একই সময়ে পড়ে যাওয়া অপর দু‘শ্রমিককে ভাসমান অবস্থায় উদ্ধার করা গেলেও হামিদ নিখোঁজ হয়ে যায়।
শুক্রবার উপজেলার আলী আকবর ডেইল পশ্চিম কাহার পাড়ার অদুরে সাগরে নিখোঁজের ৮ দিন পর গলিত অবস্থায় বোট শ্রমিকে লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। লাশ সনাক্ত করে পুলিশকে খবর দিলে ময়না তদন্তের জন্য পুলিশ জেলা সদর হাসপাতালে গতকালই প্রেরণ করেন।
থানা অফিসার ইনচার্জ মো.জহিরুল ইসলাম খান বলেন বোট শ্রমিকের লাশ তার পরিবার সনাক্তের পর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
(টিটি/এএস/এপ্রিল ১২, ২০১৪)

পাঠকের মতামত:

০৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test