E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আত্রাইয়ে সাত পা-ওয়ালা বাছুরের জন্ম 

২০১৭ ডিসেম্বর ০৭ ১৭:২৫:৩৩
আত্রাইয়ে সাত পা-ওয়ালা বাছুরের জন্ম 

নওগাঁ প্রতিনিধি : বুধবার সন্ধ্যায় নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রাম তিলাবাদুরি গ্রামে ‘সাত পা’ বিশিষ্ট একটি এঁড়ে বাছুরের জন্ম হয়েছে। ওই গ্রামের নয়ন কুমারের বাড়িতে অদ্ভুত এই বাছুরটি জন্ম নেয়। ‘সাত পা’ বিশিষ্ট বাছুরের জন্ম হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

আশপাশের গ্রামের শত শত উৎসুক জনতা বাছুরটি এক নজর দেখতে গাভীর মালিকের বাড়িতে ভিড় করতে থাকে। বাছুরটির পিঠের ওপরে আলাদা ভাবে আরো তিনটি পা বের হয়েছে। বর্তমানে বাছুরটি সম্পূর্ণ সুস্থ আছে এবং হেঁটে বেড়াতে দেখা গেছে।

এ ব্যাপারে গাভীর মালিক নয়ন কুমার জানান, তিনি পেশায় একজন কৃষক। দীর্ঘ দিন যাবৎ তিনি গরু বাছুর পালন করে আসছেন। এ বিষয়ে আত্রাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রুহুল আমিন আল-ফারুক বলেন, অনেক সময় কনজেনিটাল ডিফেক্টের ( জন্মগত ত্রুটি ) কারণে এমনটা হয়ে থাকে। এ ধরণের ঘটনা সচরাচর দেখা যায় না।

(বিএম/এসপি/ডিসেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test