E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মোংলা বন্দরে ট্রলারসহ ৫ চোরাচালানী আটক 

২০১৭ ডিসেম্বর ০৮ ১৬:১৭:৪৮
মোংলা বন্দরে ট্রলারসহ ৫ চোরাচালানী আটক 

বাগেরহাট প্রতিনিধি : মোংলা বন্দরের পশুর চ্যানেলের আকরাম পয়েন্ট এলাকা থেকে নৌবাহিনীর সদস্যরা একটি ট্রলারসহ ৫জন চোরাচালানীকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে ওই এলাকায় টহলরত নৌবাহিনীর সদস্যরা চোরাচালানীদের ট্রলারটি থেকে বিপুল বেনসন সিগারেট, বোতলজাত পানি, চাল-ডালসহ বিভিন্ন ধরণের পণ্য সামগ্রী উদ্ধার করে। 

আটককৃত চোরাচালানীরা হলো, মোজাম্মেল, আবু হানিফ, হাসান আলী, শফিকুল গাজী ও আইয়ুব আলী। এদের বাড়ী বাগেরহাটের মোংলা ও খুলনার দোকোপ এবং কয়রা উপজেলায়।

পুলিশের প্রাথমিক ধারণা মতে, আটক চোরাচালানীরা এসব পন্য ভারতে পাচার বা বনদস্যুদের কাছে সরবরাহ করার জন্য ট্রলার বোঝাই করে নিয়ে যাচ্ছিল। তবে আটককৃতরা বলছে, এসব পন্য জেলেদের জন্য নিয়ে যাচ্ছিল তারা। তবে, জেলেরা বোতলজাত পানি ও বেনসন সিগারেট খেয়ে থাকে না। তাই তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় নৌবাহিনীর সদস্য এসব চোরাচালানীদের ট্রলারসহ আটক করে বৃহস্পতিবার রাতেই থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

(এসএকে/এসপি/ডিসেম্বর ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test