E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

২০১৭ ডিসেম্বর ০৯ ১৫:২৮:২১
টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধি : ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’ এ স্লোাগানে শনিবার(৯ ডিসেম্বর) টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) টাঙ্গাইল জেলা শাখা আলোচনা সভার আয়োজন করে।

টাঙ্গাইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির(দুপ্রক) সহ-সভাপতি সাংবাদিক আতোয়ার রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেভা হালদার, সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বিউটি, আবুল কালাম মোস্তফা লাবু, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সদস্য সাংবাদিক অরণ্য ইমতিয়াজ, ডেমোক্রেসি ওয়াচের সমন্বয়কারী শামীম আলম মামুন, কবি শাহ আব্দুর রশিদ, ডিআই সাবেক ফেলো খন্দকার তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, টাঙ্গাইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির(দুপ্রক) সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ।
পরে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

(আরকেপি/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test