E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না’

২০১৭ ডিসেম্বর ২২ ১৫:৪১:২৬
‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না’

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছেন। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক’।

প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী মোস্তাফিজুর রহমান গতকাল শুক্রবার দুপুরে নড়াইলের লোহাগড়ার কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়ের দু‘দিন ব্যাপী শতবর্ষ পূর্তি উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, প্রশ্নপত্র ফাঁসের সাথে একটি স্বার্থান্বেষী মহল জড়িত। সরকার এ ব্যাপারে সচেষ্ট রয়েছে। আগামীতে আর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটবে না।তিনি মফস্বলের কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন।

কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন পরিষদের সভাপতি সাবেক নিবদ্ধক মুন্সি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, লায়ন এমকে বাশার, নড়াইলের জেলা প্রশাসক মোঃ ইমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম,অতিরিক্ত চীফ জুুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম মোল্যা,সাবেক অতিরিক্ত সচিব রবিউল ইসলাম, শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন পরিষদের সাধারন সম্পাদক খন্দকার মিজানুর রহমান,দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ প্রমূখ।

(আরএম/এসপি/ডিসেম্বর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test