E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

২০১৭ ডিসেম্বর ২৫ ১৭:৫৫:৩২
কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনের পক্ষ থেকে উপজেলা পরিষদের আবাসিক চত্বরে এ সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডের প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।

এ সময় তিনি বলেন, আপনারা যুদ্ধকালীন সময়ে জীবন বাজি রেখে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছেন। লাল সবুজের পতাকার জন্য সেদিন নিজেদেরকে উৎসর্গ করেছিলেন। এ জন্য বাঙ্গালী জাতির কাছে আপনারা চিরস্মরণীয় হয়ে থাকবেন। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে বদ্ধপরিকর। তিনি দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে সকলকে মুক্তিযোদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খান, নজরুল করিম, মমতাজ উদ্দিন আহমেদ, শফিউল ইসলাম মজনু, সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার এনামুল হক বিশ্বাস, উপজেলা জাসদের সভাপতি মহম্মদ শরীফ, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা কুতুব উদ্দিন, কুর্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল জলিল, আলমডাঙ্গ উপজেলার কালিদাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দিন।

জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দারের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক রবি, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বিশ্বাস, বহলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারী টুটুল, আমলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একলেমুর রেজা সাবান জোয়ার্দ্দার, তালবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম, সদরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিয়াত আলী লালু, ধুবইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম প্রমুখ।

(কেকে/এসপি/ডিসেম্বর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test