E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মদনে যুগান্তর প্রতিনিধির ফেইসবুক হ্যাক করে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র

২০১৭ ডিসেম্বর ২৬ ১৫:৫১:৪৯
মদনে যুগান্তর প্রতিনিধির ফেইসবুক হ্যাক করে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন কৌশলে অন্যের ফেসবুক আইডি হ্যাক করে টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণির হ্যাকার চক্র। যে কারণে ফেইসবুক এখন চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এমন এক ঘটনা ঘটেছে সোমবার নেত্রকোনার মদন উপজেলার যুগান্তর প্রতিনিধি তোফাজ্জল হোসেনের ফেইসবুক আইডি হ্যাক করে স্বজন ও সহকর্মীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার। এ ব্যাপারে যুগান্তর মদন প্রতিনিধি তোফাজ্জল হোসেন মঙ্গলবার মদন থানায় একটি সাধারন ডাইরি করেন।

যুগান্তর প্রতিনিধি তোফাজ্জল হোসেন জানান, আমার ফেইসবুক ফ্রেন্ড মদন যুবলীগ নেতা টিপুকে আমার ফেইসবুক আইডি (Tofazzal Hossain) থেকে সোমবার বিপদের কথা বলে টাকা চাইলে বিকাশ নাম্বারে (০১৭৭৩-৭৯৬০৪৭) দুই হাজার টাকা প্রেরণ করেন। পরে টাকা পাওয়ার বিষয়টি নিশ্চত করতে গিয়ে আমার সাথে টিপু মুঠোফোনে যোগাযোগ করলে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়।

প্রথমে ওই দিন একই কায়দায় টাকা চান,কেন্দুয়া উপজেলার যুগান্তর প্রতিনিধি মামুনর রশিদ মামুন ও ঈশ্বরগঞ্জ উপজেলার সমকাল প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ও মোবারক হোসেন সুমনের কাছে। তারা টাকা প্রেরনের আগে ০১৭২১৯৯২৮৫৮ নাম্বারে আমার সাথে কথা বলায় তারা প্রতারণা থেকে রক্ষা পায়। এ ব্যাপারে আমি সোমবার রাতে মদন থানায় একটি জিডি এনট্রি করেছি।

প্রতারণার শিকার যুবলীগ নেতা টিপু জানান, সোমবার সাংবাদিক তোফাজ্জল ভাই তার আইডি থেকে বিপদের কথা বলে টাকা চাইলে আমি ০১৭৭৩-৭৯৬০৪৭ বিকাশ নাম্বারে দুই হাজার টাকা প্রেরন করি। পরে মোবাইল ফোনে টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে গিয়ে ভূয়া তোফাজ্জল হোসেনের খপ্পরে পড়েছি বুঝতে পারি।

ওসি মোঃ শওকত আলী জানান,অভিযোগের প্রেক্ষিতে পার্সোনাল বিকাশ নম্বরটি মোবাইল ট্যাকিংয়ের জন্য দেওয়া হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে এর কার্যকারিতা পাওয়া যাবে।

(এএমএ/এসপি/ডিসেম্বর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test