E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

২০১৪ জুলাই ০৪ ১৪:১৩:০৬
গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার চরতালা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও ২০ আহত হয়েছে। শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে।

গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিকুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চর তালা গ্রামের টুকু শেখ ও নান্নু মেম্বার গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকাল ৬টার দিকে টুকু শেখের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে নান্নু মেম্বারের দলীয় লোক অলিয়ার সিকদারের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।

এ ঘটনাকে কেন্দ্র করে দুগ্রপে সংঘর্ষে লিপ্ত হলে অন্তত ২০ জন আহত হয়। মারাত্মক আহত ৫ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আহত আব্দুল্লাহ শেখ(৪৫) সেখানে মারা যায়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(এমএইচ/জেএ/জুলাই ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test