E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

উদ্ধার হয়েছে লোহাগড়ার ভূমি অফিসের চুরি যাওয়া রেজিষ্টার খাতা 

২০১৮ ফেব্রুয়ারি ০৪ ২০:১৮:৩২
উদ্ধার হয়েছে লোহাগড়ার ভূমি অফিসের চুরি যাওয়া রেজিষ্টার খাতা 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলা ভূমি অফিসের ৫টি নামজারীর রেজিষ্টার খাতা চুরি যাওয়ার ১২ দিন পর রবিবার বিকালে শহরের গোপীনাথপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করে নাই।

ভূমি অফিসের নামজারীর রেজিষ্টার খাতা চুরির ঘটনায় লোহাগড়া চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে অফিস পাড়া থেকে শুরু করে চায়ের দোকানে চলছে সরব আলোচনা।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা ভূমি অফিসের নামজারীর রেজিষ্টার খাতা গত ২৩ জানুয়ারী চুরি হয়। এ ঘটনায় ২৫ জানুয়ারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কর্মকর্তা এমএম আরাফাত হোসেন বাদী হয়ে ভূমি অফিসের অফিস সহকারী জিয়াউল ইসলাম, প্রসেস সার্ভার আজগার হোসেন ও কচুবাড়িয়া গ্রামের শিমুল দাসের নামে লোহাগড়া থানায় একটি সাধারন ডায়েরী(জিডি)দায়ের করেন। জিডি নং-১০১৮।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, সাধারণ ডায়েরী (জিডি) দায়েরের ৬ দিন পর গত ৩১ জানুয়ারী সকালে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এম আরাফাত হোসেনের উপস্থিতিতে অভিযুক্ত শিমুল দাস (৩০)কে তার উপজেলা অফিসে ডেকে এনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শিমুল দাস পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় উপস্থিত সরকারী অফিসের কর্মচারীরা তাকে বেধড়ক মারপিট করে পুলিশের নিকট সোপর্দ করে বলে অভিযোগ উঠেছে। আহত শিমুল দাস প্রথমে লোহাগড়া হাসপাতাল, নড়াইল সদর হাসপাতাল এবং পরে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় বিকালে ওই অফিস সহকারী ইলিয়াস হোসেন বাদী হয়ে অফিস সহকারী জিয়াউল ইসলাম, প্রসেস সার্ভার আজগার হোসেন, নৈশ প্রহরী লিপন, কচুবাড়িয়া গ্রামের শিমুল দাস, সমীর দত্ত ওরফে পদা, লক্ষীপাশা গ্রামের কুটি সহ অজ্ঞাত ব্যাক্তিদের নামে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৪৫। ওই মামলায় শিমুল দাসকে আটক দেখানো হয়েছে।

লোহাগড়া থানার এসআই সিদ্দিক আহমেদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার বিকাল ৪ টার দিকে পৌর শহরের গোপীনাথপুর গ্রামের আলী শেখের ছেলে ভ্যান চালক জামালের বাড়ির ঘর থেকে ৬টি রেজিষ্টার খাতা উদ্ধার করা হয়েছে। যদিও ভূমি অফিসের নামজারীর ৫টি রেজিষ্টার খাতা চুরি হয়েছিল মর্মে থানায় ২৫ জানুয়ারী জিডি করা হয়। অভিযানের সময় জামালের বাড়ীতে কেউই উপস্থিত ছিল না।

এ সময় লোহাগড়া উপজেলা কর্মকর্তা মনিরা পারভিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএম আরাফাত হোসেন উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএম আরাফাত হোসেন সাংবাদিকদের খাতা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরএম/অ/ফেব্রুয়ারি ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test