E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শেষ হলো সাতক্ষীরার নলতার ৫৪তম ওরশ শরীফ

২০১৮ ফেব্রুয়ারি ১০ ১৫:৩৯:৩৬
শেষ হলো সাতক্ষীরার নলতার ৫৪তম ওরশ শরীফ

সাতক্ষীরা প্রতিনিধি : সারা বিশ্বের মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শনিবার সকালে শেষ হয়েছে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৪ তম তিন দিনব্যাপী বার্ষিক ওরশ শরীফ। 

শনিবার শেষ দিন বাদ ফজর থেকে সকাল পর্যন্ত আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মাওলালা মো. আবু সাঈদ মোনাজাত পরিচালনা করেন।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় গত বৃহস্পতিবার থেকে শনিবার তিনদিন ব্যাপী পীর কেবলার ৫৪ তম বার্ষিক ওরশের আখেরি মোনাজাতে কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ, স্থানীয়সহ দেশ-বিদেশ থেকে আগত শাখা মিশন কর্মকর্তা, ভক্তবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবকবৃন্দ, সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ লক্ষাধিক নারী-পুরুষ ও শিশু এই আখেরী মোনাজাতে অংশ নেয়। এ সময় গোটা এলাকা আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। সর্বত্র বিরাজ করে ভাবগাম্ভীর্য পরিবেশ।

পবিত্র আখেরি মোনাজাতে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ’র সভাপতিত্বে অংশগ্রহণ করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রি সাংসদ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক , পাক রওজা শরীফের খাদেম মৌলভী আনছার উদ্দিন আহমদ, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহম্মেদ, সাবেক যুগ্ম-সচিব ডাঃ মোঃ খলিলুর রহমান, বাংলা একাডেমির সাবেক পরিচালক ড. গোলাম মাঈনউদ্দীন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দীন হাসান, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান, ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ প্রমুখ।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষের কড়া নজরদারীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যান্ত শান্তিপুর্ন ও ধর্মীয় ভাবগম্ভীর্য পরিবেশে তিন দিনব্যাপী ৫৪ তম বার্ষিক ওরশ শরীফ শেষ হয়েছে।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০১৮)

পাঠকের মতামত:

০৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test