E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নাগরপুরে দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা 

২০১৮ ফেব্রুয়ারি ২৭ ১৮:৩৫:৫৫
নাগরপুরে দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষৎ’ এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে দুই দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীন।

উপজেলা মাধ্যমি শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুর হোসেন মিয়া।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, নাগরপুর সরকারী কলেজের প্রভাষক মো. শরীফ, বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান প্রমুখ।

এসময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(আরকেপি/এসপি/ফেব্রুয়ারি, ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test