E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ

২০১৮ ফেব্রুয়ারি ২৮ ১৮:৫১:৫৮
গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি : গোপালপুরে প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বাছাইকৃত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। 

২০১৬-২০১৭ অর্থবছরের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় বুধবার দুপুরে নগদাশিমলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় অত্র ইউনিয়নের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী দেখে ১৬ টি বাইসাইকেল, ২৬ জোড়া বেঞ্চ ও দু’টি টেবিল বিতরণ করা হয়।

পরিষদের চেয়ারম্যান এম হোসেন আলীর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলার নির্বাহী অফিসার দিলরুবা শারমীন।

বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান সাদিয়া আফরিন সুমা, বাইশকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা আক্তার, চরশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাদশা মিয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য ফজলুল হক, পরিষদের সচিব মোঃ আঃ কদ্দুছ, ইউপি সদস্য মোঃ উজ্জল মিয়া, আ. সালাম, আবু মাছুদ ও মোঃ আরমান আলী প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(এনইউ/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test