E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিজিপির সঙ্গে পতাকা বৈঠকের অপেক্ষায় বিজিব

২০১৮ মার্চ ০২ ১৫:৪৩:০২
বিজিপির সঙ্গে পতাকা বৈঠকের অপেক্ষায় বিজিব

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সঙ্গে পতাকা বৈঠকের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও স্থানীয় প্রশাসন। তবে বিজিপি ওই পতাকা বৈঠকে সাড়া দেবে কিনা সেটা নিশ্চিত করতে পারেননি পতাকা বৈঠকের জন্য সীমান্তে অবস্থানরত বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।

তিনি জানান, সকাল থেকে তুমব্রু সীমান্ত পরিস্থিতি শান্ত আছে। ভারী অস্ত্রশস্ত্র দেখা যায়নি তবে এখন পর্যন্ত মিয়ানমার সেনাবাহিনীর বাংকারগুলো আছে এবং শূন্য রেখায় থাকা ৬ হাজার রোহিঙ্গা এখনও শূন্য রেখায় অবস্থান করছে। এছাড়াও সীমান্তগুলোতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে ।

পতাকা বৈঠকের জন্য বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা সীমান্তে অবস্থান করছেন ।

গতকাল বৃহস্পতিবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করে মিয়ানমার। বেশ কিছু সামরিক পিকআপ, ট্রাক ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বিপুল সংখ্যক বিজিপি সদস্য অবস্থান নেয় শূন্য রেখা থেকে দেড়শ গজ ভেতরে। ফলে রোহিঙ্গাদের মধ্যে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়াও মিয়ানমার সেনাবাহিনী শূন্য রেখায় থাকা রোহিঙ্গাদের সরে যাওয়ার জন্য মাইকিং করে এবং রাতে ফাঁকা গুলি ছোড়ে।

(ওএস/এসপি/মার্চ ০২, ২০১৮)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test