E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘কোনো দল অংশ গ্রহণ না করলেও যথা সময়েই জাতীয় নির্বাচন’ 

২০১৮ মার্চ ২৪ ১৮:২৪:১৯
‘কোনো দল অংশ গ্রহণ না করলেও যথা সময়েই জাতীয় নির্বাচন’ 

টাঙ্গাইল প্রতিনিধি : বাংলাদেশে ৪০টি নিবন্ধিত দল রয়েছে। আমরা চাই সকল দল নির্বাচনে অংশ গ্রহণ করুক। যদি কোনো দল অংশ গ্রহণ না করে তাহলেও যথা সময়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন একটা শপথ নিয়ে এসেছে সংবিধান সমুন্নত রাখার। এ আলোকে যে ধরনের ব্যবস্থা সংবিধানে আছে সে ব্যবস্থার অধীনেই আগামী সংসদ নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। 

শনিবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদে এলেঙ্গা পৌরসভা ও বাংড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মোঃ রফিকুল হক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আরপিও বা সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত একদিনেই নির্বাচন করা আমাদের দায়িত্ব।

এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিন, পুলিশ সুপার সনজিত কুমার রায়, জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ শাহীনা আক্তার সহ এলেঙ্গা পৌরসভা ও বাংড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন প্রার্থীরা, রাজনীতিক ও জনপ্রতিনিধিরা।

(আরকেপি/এসপি/মার্চ ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test