E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

স্বাধীনতা দিবস উদযাপন না করায় ঘাটাইলে এলাকাবাসীর বিক্ষোভ

২০১৮ মার্চ ২৭ ১৭:২৩:২০
স্বাধীনতা দিবস উদযাপন না করায় ঘাটাইলে এলাকাবাসীর বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া-লোকেরপাড়া স্যার আব্দুল হালিম গজনবী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন না করায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।

বিদ্যালয় কর্তৃপক্ষ সরকারী নির্দেশেনা উপেক্ষা করে জাতীয় এ দিবসটি পালন না করায় ২৬ মার্চ সোমবার সন্ধ্যায় সিংগুরিয়া এলাকাবাসী সিংগুরিয়া বাজারে মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি স্কুলরোড থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সিংগুরিয়া বাজার গোল চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ মিয়া, আনেহলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ শামীম, স্কুলের সাবেক সদস্য ও ঘাটাইল ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোল্লা নজরুল ইসলাম, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খন্দকার ইশারত আলী, ৫নং আনেহলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সবুজ তালুকদার প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশার দুইশতাধিক লোক উপস্থিত ছিলেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন না করায় স্কুলটির শিক্ষক ও কমিটির বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। এ বিষয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ: খালেক ভুইয়া কোন প্রকার উত্তর দিতে অস্বীকৃতি জানান।

এ ব্যাপারে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহম্মেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “এ ব্যাপারে আমি অবগত নই। বিষয়টি এইমাত্র অবগত হলাম। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তালুকদার মো: শাহজাহান সাংবাদিকদের জানান, “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে অবজ্ঞা মেনে নেয়া যায় না। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

(আরকেপি/এসপি/মার্চ ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test