E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

খুনিদের মামলার পক্ষে তথ্যমন্ত্রী থাকবেন না

২০১৪ এপ্রিল ১৩ ১৪:২০:০১
খুনিদের মামলার পক্ষে তথ্যমন্ত্রী থাকবেন না

স্টাফ রিপোর্টার : সাগর-রুনি হত্যার বিচার করা হবে। খুনিদের কোন মামলার পক্ষে তথ্যমন্ত্রী থাকবেন না। সকল সাংবাদিক হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েসন আয়োজিত বাংলা বর্ষবরণ উপলক্ষে জাতীয় ফটো প্রর্দশনী ও প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বন্ধ মিডিয়া খুলে দেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমার দেশ, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশনসহ সকল বন্ধ মিডিয়া কিভাবে খুলে দেওয়া যায় সে বিষয়ে ভেবে দেখছি।

ফটো সাংবাদিকতা প্রসঙ্গে তিনি বলেন, ফটো হচ্ছে কালের সাক্ষী। ফটো বলে দিবে কোনটা মিথ্যাচার আর কোনটা অসত্য।

অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েসনের সভাপতি এস.এ.এম মহসিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএফইউজের নবনির্বাচিত সভাপতি শওকত মাহমুদ এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ।

(ওএস/এটি/এপ্রিল ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

১২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test