E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ঘাটাইলে জাল দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টা

২০১৮ এপ্রিল ০১ ১৬:৩৮:০৮
ঘাটাইলে জাল দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার ঘাটাইল পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে অছিম উদ্দিন (৬০), আঃ গনি (৫৫), সোলায়মান হোসেনের ছেলে শওকত ইসলাম সুজন (৩০), মৃত শরিয়ত উল্লাহর ছেলে সোলায়মান হোসেন (৫০) ও অছিম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩২) একই গ্রামের প্রতিবেশী মৃত বেল্লাল হোসেনের ছেলে আসাদুলের ভোগ দখলীয় জমি জাল দলিল ও ভূয়া রেকর্ড করে জবর দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে আসাদুল ইসলাম বাদী হয়ে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট টাঙ্গাইল আমলী আদালতে একটি মামলা নং- ৫৪৮/১৭ ঘাটাঃ, স্মারক নং- ০৪, তারিখ- ০৪/০১/১৮ দায়ের করেন।

আদালতের নির্দেশে ঘাটাইল থানা মামলাটি তদন্ত পূর্বক আদালতের তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। মামলাটি তদন্তে ঘাটাইল সাবরেজিষ্ট্রি অফিসের দলিল নং- ৬১৩২, তারিখ- ২৭/০১/১৯৫২ জালিয়াতি দলিল সৃজন করিয়া এবং যুগ্ম জেলা জজ ২য় আদালতের মোকদ্দমা নং বাটোয়ারা- ২৭/২০১০ সংক্রান্তে আদালতের ১৫/১০/২০১২ ইং তারিখের চুড়ান্ত ডিক্রীর আদেশ জালিয়াতি করিয়া ৬ নং বিবাদী রোকেয়া খাতুন জং আব্দুল গনি এর নাম সংযোজন করিয়া বাদীর তপশীল বর্ণিত ভূমির মালিক দাবী করিয়া এবং জালিয়াতি দলিলাদি খাঁটি দলিল বলিয়া প্রদর্শন করিয়া আসিতেছে মর্মে তদন্তকালে প্রকাশ পায়।

ভারপ্রাপ্ত রেকর্ড কর্মকর্তা (রেকর্ডরুম) সদর মহাফেজ খানা টাঙ্গাইল হইতে প্রাপ্ত প্রতিবেদন পর্যালোচনায় ঘাটাইল সাবরেজিষ্ট্রি অফিসে ২৭/০১/১৯৫২ তারিখে সম্পাদিত ৬১৩২ নং দলিল খানা সৃষ্টি হয় নাই। মামলায় বিবাদীরা জাল দলিল ও ভূয়া রেকর্ডাদি প্রতিষ্ঠিত না করতে পারায় বিভিন্ন কৌশলে ভূমি দখলের চেষ্টা করছে।

এব্যাপারে জানাতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ঘাটাইল থানার এসআই আলী হোসেন বলেন, মামলা তদন্ত কালে আমি দলিল পর্যালোচনা করে রেকড বিভাগে ওই দলিলের কোন অস্তিত পাইনি। দলিলের পুরোটাই জাল। তাই এ ব্যাপারে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছি।

স্থানীয়রা জানান, মামলার বিবাদী অছিম উদ্দিন ৭১ সনে স্বাধীনতা বিরোধী কার্যকলাপে লিপ্ত ছিল। অপর বিবাদী শওকত ইসলাম সুজন মোটা অর্থের বিনিময়ে জাল দলিল সহ বিভিন্ন ভূয়া কাগজপত্র তৈরী করে বলে ঘাটাইল সাবরেজিষ্ট্রি অফিসের একজন দলিল লেখক জানায়।

তারা আরো বলেন, এ চক্রটি দীর্ঘদিন যাবৎ জাল দলিল তৈরী ছাড়াও ভূয়া কাগজপত্রের মাধ্যমে নিরীহ লোকদের ভূমি জবর দখলের চেষ্টা করে। এলাকাবাসী এদের নিকট থেকে পরিত্রান পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

(আরকেপি/এসপি/এপ্রিল ০১, ২০১৮)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test