E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নাগরপুরে ব্যাপক সাড়া পেয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের পূর্ণাঙ্গ ভাষণ সংবলিত বই

২০১৮ এপ্রিল ০৩ ১৫:৪৪:০৮
নাগরপুরে ব্যাপক সাড়া পেয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের পূর্ণাঙ্গ ভাষণ সংবলিত বই

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ সংবলিত বইটি ব্যাপক সাড়া পেয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে স্মরণীয় করে রাখতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের পূর্ণাঙ্গ ভাষণ সংবলিত বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মো. আজিজুল হক বাবুর প্রচেষ্টা ও সদস্য সচিব মো. মাইদুল ইসলাম জিপুর সম্পাদনায় বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের পূর্ণাঙ্গ ভাষণের বই প্রকাশ করা হয়।

মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের পূর্ণাঙ্গ ভাষণ প্রতিটি ঘরে ঘরে পৌছে দেয়ার লক্ষ্যে ভাষণটি বই আকারে প্রকাশ করা হয়। উক্ত ভাষণের বইটি মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন স্তরের জনসাধারনের মাঝে ব্যাপক সাড়া পেয়েছে বলে জানা যায়।

একাধিক শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করলে তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের বইটি পড়ে আমরা খুবই আনন্দিত। এ ভাষণের বইটি পড়ে আমরা অনেক অজানা তথ্য জানতে পেরেছি।

উল্লেখ্য, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে (৩১ মার্চ) সকালে যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব মো. মাইদুল ইসলাম জিপুর সম্পাদনায় বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের পূর্ণাঙ্গ ভাষণ সংবলিত বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মো. আজিজুল হক বাবুর সভাপতিত্বে বইয়ের মোড়ক উম্মোচন করেন, উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীন।

এসময় নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা, সাংবাদিক খন্দকার আছাব মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক ওমর ফারুক বিপ্লব, সদস্য সচিব মো. রাশেদ খান মেনন রাসেলসহ উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(আরএসআর/এসপি/এপ্রিল ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test