E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নওগাঁয় তিন দিনব্যাপী শিশু নাট্য উৎসব শুরু 

২০১৮ এপ্রিল ১২ ১৭:১২:৩৮
নওগাঁয় তিন দিনব্যাপী শিশু নাট্য উৎসব শুরু 

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় তিনদিনব্যাপী শিশু আনন্দমেলা ও শিশু নাট্য উৎসব শুরু হয়েছে। পুরাতন কালেক্টরেট ভবন চত্বরের মুক্তমঞ্চে বৃহষ্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)  মুহাম্মদ রাশিদুল হক। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমী নওগাঁ আয়োজিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আহসান হাবিব। 

কারিশমা আকতার কথার উপস্থাপনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, মুক্তিযোদ্ধা গোলাম সামদানী, স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারী এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।

তিন দিনব্যপী এ উৎসবে নৃত্য প্রতিযোগিতা, সংগীত প্রতিযোগিতা, শিশু নাট্য প্রতিযোগিতা, পুরস্কার বিতরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে। উৎসবস্থলে কমপক্ষে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের পণ্য সামগ্রী সমন্বয়ে ষ্টল প্রদর্শন করছে।

(বিএম/এসপি/এপ্রিল ১২, ২০১৮)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test