E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আশাশুনিতে ছুরিকাঘাতে আহত ৬

২০১৮ এপ্রিল ২৮ ১৮:০৮:৪১
আশাশুনিতে ছুরিকাঘাতে আহত ৬

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার  কলিমাখালি ও নাকতাড়া গ্রামে পৃথক দুটি মারামারি ও ছুরিকাঘাতের ঘটনায় আহত হয়েছেন ছয়জন । আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।  

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খাসজমি নিয়ে বিরোধের জেরে বকচর গ্রামে আবদুল হাকিম নামের পঞ্চাশোর্ধ বয়সের এক ব্যক্তিকে ছুিরকাঘাত করেছে প্রতিপক্ষের শামীম উজ জামান পলাশ ও তার দুই সঙ্গী জাহাঙ্গীর ও হাসান। আশংকাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ হাফিজুল্লাহ জানান, আব্দুল হাকিমের পিঠের বাম পাশে ছুরি লেগে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে একই উপজেলার কলিমাখালি গ্রামে খাস জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ওসমান গনি , হযরত, জিয়াউর , মুস্তাহিদুল ও তাসকিনের হামলায় আহত হয়েছেন পাঁচজন ।

এরা হলেন আবুল কালাম, রুপিয়া বেগম, শওকত আলি, লাকিয়া খাতুন ও তাজরিন বেগম। তাদেরকেও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানান এ দুই ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি থানায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/এপ্রিল ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test