E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সলঙ্গায় বাস চাপায় অটোরিক্সার চালকসহ নিহত ২

২০১৮ মে ০৭ ১৭:৪০:২০
সলঙ্গায় বাস চাপায় অটোরিক্সার চালকসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি : হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় ব্যাটারি চালিত অটোরিক্সার চালক সহ একযাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনায় আরও তিন অটোরিক্সাযাত্রী গুরুতর আহত হয়েছে। 

সোমবার দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার রামারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন অটোরিক্সা চালক সলঙ্গা থানার চড়িয়া কালিবাড়ি গ্রামের মৃত তালেবের ছেলে জহুরুল ইসলাম (৪০) অপর জন যাত্রী একই গ্রামের ঠান্ডুর ছেলে নাসির উদ্দিন ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সলঙ্গা থেকে যাত্রীবোঝাই অটোরিক্সাটি রামারচর এলাকায় মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী গ্রামীন ট্রাভেলসের একটি দ্রুতগামী বাস অটোরিক্সাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন।

এতে আহত হন আরও তিন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে জব্ধ করা হয়েছে।

(এমএএম/এসপি/মে ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test