E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রায়গঞ্জ তেলিজানা আলিম মাদ্রাসার খোলার মাঠ প্রভাবশালীর দখলে! 

২০১৮ মে ০৮ ১৭:০১:৫৫
রায়গঞ্জ তেলিজানা আলিম মাদ্রাসার খোলার মাঠ প্রভাবশালীর দখলে! 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : পৃথিবী চলছে ক্ষমতার জোরে,ক্ষমতা চাচ্ছে সবাই। ক্ষমতার লোভে শিশু-কিশোরের শারীরিক ও মানসিক বিকাশ হচ্ছে জবাই। প্রকাশ্যে আর অগোচরে, রাজপথে আর ঘরে অঢেল অর্থ পাওয়ার লোভে কিছু প্রভাবশালীগোষ্ঠী নিজের বিবেককেও করছে জবাই।

এমন টাই ঘটেছে রায়গঞ্জ উপজেলার তেলিজানা আলিম সিনিয়র মাদ্রাসায়। খেলার মাঠ দখল করে নিয়েছে এক প্রভাবশালী। মাদ্রাসার একমাত্র মাঠটি দখল করে নেয়ায় শিক্ষার্থীরা খেলা ধুলা হতে বঞ্চিত হচ্ছে দীর্ঘদিন ধরে। অত্র মাদ্রাসার মাঠ দখল ছাড়াও সীমানা ওয়াল নির্মানে বাধা দিচ্ছে বলে অভিযোগ ওঠেছে।

যে মাঠে এলাকার কিশোররা যখন-তখন অবাধে খেলাধুলার সুযোগ পেতো আজ সে মাঠেই শুকানো হচ্ছে খড়। শুধু তাই নয় গো বিষ্টা ও মাঠে ভাঙ্গা হয়ে থাকে বলে জানান অনেকে।

প্রতিষ্ঠানটি দ্রীঘ দিন যাবত এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানের অবকাঠামো বলতে বেশ ভাল । প্রতিষ্ঠানের সীমানা ওয়াল নির্মাণের কাজ প্রায় শেষ।

কিন্ত মূল একাডেমিক ভবনের পাশের ওয়ালের কাজ বাঁকী রয়েছে। মাদ্রসার সুপার ও শিক্ষকরা অভিযোগ করে জানান, স্থানীয় প্রভাবশালী আব্দুল লতিফ বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা দিচ্ছে। একাধিক বার ম্যানেজিং কমিটি নিয়ে তাদের সাথে বসা হলেও কোন সুফল পাওয়া যায়নি। তিনি সবসময়ই মাঠটি বেদখল রাখে।

মঙ্গলবার (৮ মে ২০১৮) সকালে সরোজমিনে গিয়ে দেখা যায় যে, শিক্ষার্থী ও শিক্ষকরা পাঠদান কাজে ব্যাস্ত সময় পার করছেন। এদিকে বিদ্যালয়ের খোলা মাঠে খড় দিয়ে বিছানো রয়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রভাবশালী আব্দুল লতিফ অভিযোগের কথা অস্বীকার করে বলেন, বোরো মৌসুমের ধান কাটা পুরোদমে শুরু হয়েছে। ক দিনের ভারি বৃষ্টি কারণে খড় গুলো পচে যাচ্ছিলো। তাই প্রতিষ্ঠানের মাঠে শুকাতে দিয়েছি। প্রতিষ্ঠানের জায়গায় সীমানা ওয়াল নির্মাণে বাধা দেয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিষ্ঠানের সীমানা ওয়াল নির্মাণ কাজে আমি বাধা দেব কেন।

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুমের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে স্থানীয় মহল বাসীর দাবী বিষয়টি খতিয়ে দেখে সু-ব্যবস্থা গ্রহণ করা হোক। যেন কোমলমতি ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে কোন বাধা সৃষ্টি না হয়।

(এমএএম/এসপি/মে ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test