E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সিরাজগঞ্জে বিলুপ্তির পথে ‘মৌমাছি’

২০১৮ মে ০৮ ১৭:০৪:৩৩
সিরাজগঞ্জে বিলুপ্তির পথে ‘মৌমাছি’

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 'মৌমাছি, মৌমাছি, কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই’। কবি মৌমাছিকে নিয়ে লেখা কবিতাটি কত সুন্দর। কবি হয়তো মৌমাছির মধু আহরণকে অথবা মৌমাছির ব্যস্ততাকে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন। 

সিরাজগঞ্জের ৯ টি উপজেলায় এখন তেমন মৌমাছি ও মৌচাক চোখে পড়ে না। বাস্তবে ছোটবেলার মৌমাছির ওই ছড়া বইয়ের পাতায় আবদ্ধ হয়ে পড়েছে। তাপমাত্রা বৃদ্ধি, বসবাসের উপযোগী পরিবেশের অভাব, ফসলে কীটনাশকের অতিমাত্রায় প্রয়োগ, অদক্ষ মধু সংগ্রহকারীদের দ্বারা মৌচাকে অগ্নিসংযোগে মৌমাছিকে পুড়িয়ে মারা, খাদ্যের অভাবসহ বহুবিধ কারণে কৃষি প্রধান দেশের শষ্য ভান্ডারখ্যাত ভোলার চরাঞ্চল থেকে মুক্ত মৌমাছির সংখ্যা, আনা গোনা ও প্রাকৃতিক মৌচাক আশংঙ্কাজনক হারে কমছে।

মুক্ত মৌমাছির ভোঁ ভোঁ শব্দ বা মুক্ত মৌমাছির চাকে এখন আর দুর থেকে ছেলেদের ঢিল মারার অভিযোগ শোনা যায় না। কালের বিবর্তনে সময়ের,পরিধিতে মৌমাছির সংখ্যা এতটাই কমছে যে, গ্রাম-গঞ্জে ফসল বিভিন্ন ফলফলাদী বৃক্ষে আগের মতো আর মুক্ত মৌমাছি চাক ও বাসা বাঁধছে না।

প্রতিকূল আবহাওয়া ও মনুষ্যসৃষ্টি বহুমুখী সমস্যায় জর্জরিত হয়ে মুক্ত মৌমাছি ক্রমেই বাক্সবন্দি হয়ে পড়ছে। মুক্ত মৌমাছির প্রজনন বৃদ্ধি ও বাসযোগ্য পরিবেশের অভাবে মুক্ত মৌমাছি ও মৌচাক হারিয়ে যাওয়ায় বিভিন্ন ফসল ও ফলফলাদির পরাগায়ণ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

বিজ্ঞ মহলের মতে, ‘কৃষিপ্রধান দেশে ফসল ও ফলফলাদির উৎপাদন বৃদ্ধিতে মুক্ত মৌমাছি যে হারে এ অঞ্চল থেকে কমে যাচ্ছে তাতে এ অঞ্চলে ভবিষ্যতে কৃষির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব অবশ্যম্ভাবী।

সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সালমা হোসেন বলেন, মৌমাছির মতো উপকারী কীটের কমে যাওয়া বা বিলুপ্তি পরিবেশের জন্য বিরাট একটি সমস্যা।

মোবাইলের ইলেক্ট্রিক ম্যাগনেটিক রেডিয়েশনের কারণে অবশ্যই একটা ক্ষতি হয়। তবে এ বিষয়ে দেশে বিস্তারিত কোনো গবেষণা হয়নি। তিনি আরোও বলেন, মৌমাছির বিলুপ্তির জন্য বেপরোয়া কীটনাশক ব্যবহারই দায়ী।

২০ ধরণের মৌমাছির মধ্যে তার অর্ধেকই বর্তমানে বিলুপ্ত। প্রাকৃতিক মৌচাক এখন দেখা যায় না। এই বিলুপ্তি পরাগায়ন বিশেষত জীববৈচিত্রর জন্য বড় ক্ষতির কারণ।

(এমএএম/এসপি/মে ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test