E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রমনা বটমুল, বর্ষবরণে হাজারো বাঙালি

২০১৪ এপ্রিল ১৪ ০৮:৫৯:৫২
রমনা বটমুল, বর্ষবরণে হাজারো বাঙালি

স্টাফ রিপোর্টার : নতুন বছরকে বরণ করতে রাজধানীর রমনা বটমুলে একত্রিত হয়েছে হাজারো বাঙালি। সোমবার ৬টা ৫ মিনিটে রামনা বটমুলে বর্ষবরণ উৎসব অনুষ্ঠান শুরু হয়।

রাগআহীর ভৈরবে শারদের মূর্ছনায় নতুন সূর্যকে, নতুন আলোকে বরণ করেন রাজ রুপা চৌধুরী। এরপর বড়দের পালা- ‘একি সুগন্ধ হিল্লোল বহিল/আজি প্রভাতে’ এই রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে বাঙালির প্রাণের মিলনমেলা; প্রাণের উৎসব নববর্ষ বরণ করা হয়।

ছায়ানটের আয়োজনে ‘স্বদেশ ও সম্প্রীতি’র বর্ষবরণ অনুষ্ঠানে যন্ত্রাণুসঙ্গে বেহেলায় আলমাস আলী, ঢোলে দশারথ, বাঁশিতে মো. মনিরুজ্জামান কি-বোর্ডে ইফতেখার হোসেন সেহেল, তবলায় এনামুল হক ওমর, গৌতম সরকার, স্বরূপ হোসেন অংশ নেন।

(এইচআর/এপ্রিল ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test