E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বরিশালে পুলিশ সদস্যর জমি দখল করে এমপি রত্না আমিনের কলেজ নির্মাণ

২০১৮ জুলাই ২৪ ১৭:৩০:৩৮
বরিশালে পুলিশ সদস্যর জমি দখল করে এমপি রত্না আমিনের কলেজ নির্মাণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যর জমি জোরপূর্বক দখল করে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের জাপা’র সাংসদ রত্না আমিনের নামে কলেজ ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

ভূক্তভোগীরা বিষয়টি এমপি রত্না আমিন, কলেজ অধ্যক্ষ হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে অভিযোগ করেও কোন সুফল পায়নি। বর্তমানে ঘরের মাত্র এক থেকে দেড় ফুটের মধ্যেই খোড়াখুড়ি করায় সাবেক পুলিশ সদস্য আব্দুল মজিদ আকনের বসতঘরটি ধ্বসে পড়ার আশংকা দেখা দিয়েছে।

সূত্রমতে, বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা এলাকার পৈত্রিক সম্পত্তিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল মজিদ আকন বসতঘর নির্মান করে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন। ওই বাড়ির পাশেই স্থানীয় এমপি রত্না আমিনের নামে সরকারী খরচে নির্মিত ‘রত্না আমিন মহিলা কলেজ’র অবস্থান।

মজিদ আকন অভিযোগ করে বলেন, কলেজের সীমানা প্রাচীর না থাকায় জমি পরিমাপ না করেই কলেজ কর্তৃপক্ষ আশপাশের অনেকের ব্যক্তি মালিকানার জমি দখল করছে। সম্প্রতি আমার পৈত্রিক জমিতে থাকা বসত ঘরের পাশ থেকেই ভবন নির্মাণের উদ্দেশ্যে খোড়াখুড়ি শুরু করা হয়। এতে আমার বাড়িটি ধ্বসে পড়ার উপক্রম হয়েছে।

বিষয়টি সংসদ সদস্য রত্না আমিনকে জানালে তিনি বলেছেন, ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আরও জানান, কলেজ অধ্যক্ষ হুমায়ুন কবিরকে জমিতে ভবন নির্মাণ না করার জন্য অনুরোধ করলেও তিনি কোন ভ্রুক্ষেপ করছেন না।

মজিদ আকন বলেন, এমপি রত্না আমিনের ঘনিষ্ঠ সহযোগী জসিম উদ্দিন বিষয়টি নিয়ে বারাবারি না করার জন্য তাকে বিভিন্ন ধরনের হুমকি অব্যাহত রেখেছে। ফলে চরম আতংকের মাঝে তারা দিনাতিপাত করছেন। পৈত্রিক সম্পত্তি রক্ষার জন্য তিনি (মজিদ আকন) প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে অধ্যক্ষ হুমায়ুন কবিরের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর ব্যস্ত আছেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে তা বন্ধ করে রাখেন।

(টিবি/এসপি/জুলাই ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test