E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আগৈলঝাড়ায় শতাধিক দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

২০১৮ জুলাই ২৬ ১৬:১০:৪৮
আগৈলঝাড়ায় শতাধিক দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর উদ্যোগে শতাধিক দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান।

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ আগৈলঝাড়া অফিসের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীমতি মাতৃ মঙ্গল মাধ্যমিক বালিকা বিদ্যালয় হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদের সভাপতিত্বে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল প্রধান অতিথি হিসেবে উপজেলার ১৬টি বিদ্যালয়ের ১১২জন দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ওয়ার্ল্ড কনসার্ন এর আর্থিক সহায়তা প্রদান করেন।

দরিদ্র শিক্ষার্থীদের পরীক্ষার ফিসহ বিভিন্ন ফি বাবাদ আর্থিক সহয়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন চার্চ অব বাংলাদেশ এর পাল পুরোহিত দানিয়েল মন্ডল, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর শাখ্য ব্যবস্থাপক জোসিও বাড়ৈ, প্রোগ্রাম অফিসার জেমস ব্রাইয়া, এডুকেশন অফিসার মিস ইভা, শিক্ষা সুপারভাইজার লিন্ডা বাড়ৈ, প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, অনীল চন্দ্র রায়, সুনীল কুমার বালা, প্রি-ক্যাডেট এ্যান্ড কেজি স্কুল অধ্যক্ষ সরদার হারুন রানা, শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির ১১২জন দরিদ্র শিক্ষার্থীদের ১১শ থেকে ১৬টাকা পর্যন্ত বিভিন্ন ফি বাবাদ নগদ অর্থ প্রদান করা হয়।

(টিবি/এসপি/জুলাই ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test