E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বরিশালে বিএনপিসহ ছয় মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

২০১৮ আগস্ট ০১ ১৭:০৬:৫৪
বরিশালে বিএনপিসহ ছয় মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : গত ৩০ জুলাই অনুষ্ঠিত্য বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে শুধুমাত্র নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ব্যতিত অন্য ছয়জন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে।

রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে ছয়জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। মেয়র পদে ভোট দিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩০০ জন ভোটার। যার শতকরা হার ৫৫ শতাংশ। নির্বাচনি বিধি অনুযায়ী, নির্বাচনে যেসব প্রার্থী মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট পাবেন না তাদেরই জামানতের টাকা বাজেয়াপ্ত হবে। সে হিসেবে আট ভাগের এক ভাগের সমান ভোটের সংখ্যা হয় ১৬ হাজার ৬৬২ দশমিক ৫ ভোট। নির্বাচনে জামানতের টাকা তারাই ফেরত পাবেন যেসব প্রার্থী ১৬ হাজার ৬৬২ দশমিক ৫ এর বেশি ভোট পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১২৩টি কেন্দ্রের মধ্যে ১০৭টি কেন্দ্রের বেসরকারীভাবে ঘোষিত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৩৫৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ১৩৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান মাহবুব পেয়েছেন ৬ হাজার ৪২৩ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী ডাঃ মনীষা চক্রবর্তী মই প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯১৭ ভোট, জাতীয় পার্টর বহিঃস্কৃত প্রার্থী ইকবাল হোসেন তাপস লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬৯৬ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আবুল কালাম আজাদ কাস্তে প্রতীকে পেয়েছেন ২৪৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী বশীর আহমেদ ঝুনু হরিণ মার্কায় পেয়েছেন ৮১ ভোট। রিটানির্ং কর্মকর্তা আরও বলেন, জামানত ফিরে পাওয়ার ক্ষেত্রে কাঙ্খিত ভোটের সংখ্যায় ওই ছয়জন প্রার্থীর কারোই নেই। ফলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

(টিবি/এসপি/আগস্ট ০১, ২০১৮)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test