E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পাকুন্দিয়ায় বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

২০১৪ এপ্রিল ১৪ ১২:০১:৫৮
পাকুন্দিয়ায় বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি : জেলার পাকুন্দিয়ায় বাস ও কাঠবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আরো কমপক্ষে ২৫ জন নাইটকোচ যাত্রী আহত হয়েছেন।

সোমবার ভোরে উপজেলার কাতারের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকার রায়েরবাজার থেকে ছেড়ে আসা তাড়াইলগামী নাইটকোচ (ঢাকা মেট্রো জ- ১৪-০১৩৬) ও কাটবোঝাই ট্রলি মুখোমুখি সংঘর্ষে নাইটকোচটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আবদুল হাই (৬০) নামে এক যাত্রী মারা যান। এ সময় আরো অন্তত ২৫ জন আহত হন।

আহতদের মধ্যে তাড়াইল উপজেলার মরিয়ম (১৭), বাবুল মিয়া (৩০), মালা বেগম (২৩), নান্দাইল উপজেলার হেলাল উদ্দিন (৬০), মামুন মিয়া (২৫), সুজন মিয়া (১৪), ইটনা উপজেলার ফাইজুল ইসলাম (৫৬), হাফিজ উদ্দিন (৫৫), সেলিম উদ্দিন (২৮), শফিকুল ইসলাম (৫০), কামাল উদ্দিন (৩৫), জাহিরা খাতুনকে (৫০) পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরিফের মা (১০০), গোলাপজান (৬০), হাওয়া (২০) ও মামুন মিয়াকে (৩৫) কে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গৌরিপুর উপজেলার নিজামবাগ গ্রামের খুরশেদ আলমের ছেলে মামুন মিয়াকে মৃত ঘোষণা করেন।

আহত যাত্রীরা জানান, রাত ২টার দিকে ঢাকার রায়ের বাজার থেকে তাড়াইলের উদ্দেশে বাসটি ছেড়ে আসে।

(ওএস/এটি/ এপ্রিল ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test