E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

গলাচিপায় শিশুদের বিনোদনের জন্যনেই শিশু পার্ক

২০১৮ অক্টোবর ০৩ ১৭:৪৩:০৭
গলাচিপায় শিশুদের বিনোদনের জন্যনেই শিশু পার্ক

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : গলাচিপা উপজেলায় অত্যান্ত ব্যবসা ও জনবহুল একটি জায়গা। এ উপজেলায় জনসংখ্যা দেখলে যে কেউ বিস্মিত হয়ে যাবে। তুলনামূলক গলাচিপা উপজেলার জনসংখ্যা বাংলাদেশের দু একটি জেলার চেয়ে বেশী, এখানে রয়েছে একটি প্রথম শ্রেনীর পেীরসভা সহ ১২ টি ইউনিয়ন। তাছাড়া এর পার্শ্ববর্তী রাঙ্গাবালী একটি যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম উপজেলা যেখানে বিদ্যুৎ নেই, সড়ক যোগাযোগ নেই, হাসপাতাল নেই। এসব কারণে রাঙ্গাবালী উপজেলার অনেক লোক গলাচিপা উপজেলা সদরে বসতবাড়ী নির্মাণসহ ভাড়া বাসায় ছেলেমেয়েদেও লেখাপড়ার জন্য বসবাস করে। এখানে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা অনেক। বাসাবাড়ির সংখ্যাও হিসাবের বাইরে। অথচ এত জনবহুল একটি এলাকায় বিনোদনের কোনো ব্যবস্থা নেই। শিশুদের বিনোদনের জন্য নেই কোনো শিশু পার্ক। এ ব্যাপারে কারও কোনো উদ্যোগ লক্ষ করা যায় না। গলাচিপায় বিনোদনের জন্য একটি শিশুপার্ক কিংবা বিনোদন পার্ক খুব জরুরী

গলাচিপা উপজেলায় ‘উপজেলা চত্বরে’ একটি শিশু পার্ক ছিল। সেখানে শিশুসহ সব শ্রেণির মানুষ প্রতিনিয়ত আসত প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে। সিডরের পরে সেখানে বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল করা হয়েছে । অনেক বছর হয়ে গেলেও নতুন পার্কের ব্যবস্থা এখনো করা হয়নি। পার্ক না থাকার কারণে শিশুরা বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। সপ্তাহের একটি ছুটির দিনেও তাদের বেড়ানোর কোনো জায়গা নেই। ফলে শিশুদের মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। অচিরেই একটি নতুন শিশু পার্ক নির্মিত হোক, গলাচিপাবাসীর এই দাবি।

(এসডি/এসপি/অক্টোবর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test