E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

চট্টগ্রামে ৯৫টি ট্রেনের টিকিটসহ কালোবাজারী গ্রেফতার

২০১৮ নভেম্বর ২৫ ১৫:৫৩:১৭
চট্টগ্রামে ৯৫টি ট্রেনের টিকিটসহ কালোবাজারী গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত এক যুবককে ৯৫টি টিকিটসহ গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

শনিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. ইউসুফ (৩৬) চট্টগ্রামের সাতকানিয়ার উত্তর ছদাহা এলাকার মৃত ইলিয়াসের ছেলে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের অসাধু কয়েকজন কর্মীর সঙ্গে যোগসাজশের মাধ্যমে ইউসুফ টিকিট সংগ্রহ করতেন বলে জানায় পুলিশ। পরে চড়া দামে তা যাত্রীদের কাছে বিক্রি করতেন।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম বলেন, ইউসুফের কাছে বিভিন্ন ট্রেনের ৯৫টি টিকিট পাওয়া গেছে। টিকিট কালোবাজারির অভিযোগে তার বিরুদ্ধে আগে থেকে কোতোয়ালী থানায় একটি মামলা ছিল।

(জেজে/এসপি/নভেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test