E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

মৌলভীবাজার জেলা বিএনপির নেতারা দীর্ঘদিনের বিবাদ ভুলে একটেবিলে

২০১৮ ডিসেম্বর ০১ ১৪:১১:৫৫
মৌলভীবাজার জেলা বিএনপির নেতারা দীর্ঘদিনের বিবাদ ভুলে একটেবিলে

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দীর্ঘ একযুগেরও বেশি সময়ের তীব্র বিভাজন ভুলে মৌলভীবাজার-৩ আসনটি ফের পুনরুদ্ধারের লক্ষে এক টেবিলে বসেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ এম নাসের রহমান নেতৃত্বাধীন জেলা বিএনপির একটি অংশ ও  জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজানের নেতৃত্বাধীন জেলা বিএনপির অপর অংশের সিনিয়র নেতারা। 

জানা যায়, শুক্রবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে বিএনপি নেতা বদরুল ইসলামের বাহারমর্দান গ্রামের বাড়িতে এই বৈঠক শুরু হয়। চলে রাত ১১টা পর্যন্ত।

সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিবাদ ভুলে নেতারা এসময় দেশের বর্তমান কঠিন প্রেক্ষাপট এবং আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনটি পুনরুদ্ধার করার লক্ষে ফলপ্রসূ আলোচনা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া জানান, সাবেক সাংসদ খালেদা রব্বানী ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এমএ মুকিত বৈঠক আয়োজনে মধ্যস্থতা করেন।

তিনি বলেন, বৈঠকে বিএনপির সহযোগী সংগঠনের দ্বায়িত্বশীল কেউ উপস্থিত না থাকলেও জেলা বিএনপির উভয় গ্রুপের সব নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নেতারা এক টেবিলে বসে রাতের খাবার শেষ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

(একে/এসপি/ডিসেম্বর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test