E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মাদারীপুরে সড়ক দুঘর্টনায় মোটরসাইকেল আরোহী নিহত

২০১৮ ডিসেম্বর ০১ ১৬:৫৬:৫৮
মাদারীপুরে সড়ক দুঘর্টনায় মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুর প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কে মটরসাইকেল-ব্যাটারি চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আউয়াল খান নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে এবং আহত হয়েছে রিপন মাতুব্বর নামে আরও একজন। নিহত ব্যক্তি ফরিদপুরের জেলা ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদিভ গ্রামের গঙ্গাধর্দী গ্রামের মাজেদ খানের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে সদর উপজেলার সমাদ্দারের কাঠেরপুল নামক এলাকায়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,ভাঙ্গা থেকে পারিবারিক কাজে মাদারীপুর আসছিল একটি দ্রুতগতির মটরসাইকেল এবং মস্তফাপুর থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে গ্যাসের সিলিন্ডার নিয়ে মাদারীপুর সদও উপজেলার কুনিয়া যাচ্ছিলো।

এসময় কাঠেরপুল এলাকায় মুখোমুখি সংর্ঘষ হয়ে ঘটনাস্থলে মটরসাইকেল আরোহী নিহত হয় এবং তার সাথে থাকা আরও একজন গুরুত্বর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(এস/এসপি/ডিসেম্বর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test