E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ডেঙ্গুর প্রকোপ বাড়লেও আতংকের কিছু নেই : সাঈদ খোকন

২০১৮ ডিসেম্বর ০২ ১৪:২৪:৫৮
ডেঙ্গুর প্রকোপ বাড়লেও আতংকের কিছু নেই : সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার : নাগরিকদের সম্পৃক্ততার মাধ্যমে সমন্বিত কার্যক্রমে মশানিধন কর্মসূচি বেশি সফলতা আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে ডিএসসিসি কর্তৃক মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় ডিএসসিসির বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৫টি জোনে ভাগ করে সপ্তাহব্যাপী এই কর্মসূচি পরিচালিত হবে। প্রথমদিনে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

ডিএসসিসি মেয়র বলেন, এবার আগাম বৃষ্টি হওয়ায় মশার উপদ্রব বেড়েছে। আমরা একাধিকবার ক্র্যাশ প্রোগ্রাম নেয়ার কারণে এই ঝুঁকি থেকে বের হয়ে এসেছি। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও আতংকিত হওয়ার কিছু নেই। এখন তাপমাত্রা কমে আসার কারণে কিউলেক্স মশার উপদ্রব বাড়ছে। সেজন্য আমরা সর্বোচ্চ জনবল দিয়ে সফল হতে চেষ্টা করব, নিয়ন্ত্রণে রাখতে চাই সবকিছু।

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, মশা নিধনে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। যদি কোনো এলাকায় (কর্মচারীরা) অনুপস্থিত থাকে তাহলে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে অবহিত করলে অনুমতি সাপেক্ষে বাসায় গিয়ে স্প্রে করতে বাধ্য থাকবে।

(ওএস/অ/ডিসেম্বর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test