E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

 ‘ঐক্যফ্রন্ট-বিএনপি নির্বাচন নিয়ে ব্লেইম গেম খেলছে’

২০১৮ ডিসেম্বর ০৪ ১৩:৫২:২৬
 ‘ঐক্যফ্রন্ট-বিএনপি নির্বাচন নিয়ে ব্লেইম গেম খেলছে’

স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি বিভিন্ন ব্লেইম গেম খেলছে বলে দাবি করেছেন ১৪ দল নেতা ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

নির্বাচন ভবনে মঙ্গলবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন(ইসি) সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।

দিলীপ বড়ুয়া বলেন, কিছুদিন আগে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ছয়টি অভিযোগ করেছেন এবং বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার মওদুদ আহমদও বিভিন্ন অভিযোগ করে গেছেন। আমরা মনে করি উনাদের অভিযোগগুলা দেশে সুষ্ঠু-অবাধ নির্বাচনের পরিপন্থি।

তিনি বলেন, তারা একটা ব্লেইম গেম খেলছে। যে ব্লেইম গেমের মধ্য থেকে আগামী নির্বাচন সুষ্ঠু-অবাধ হলেও তারা যাতে কিছু কথা বলতে পারে সেটা এখন থেকেই বলা শুরু করেছে।

তিনি আরও বলেন, ব্লেইম গেমের মধ্য দিয়ে তারা নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ করতে যাচ্ছে। যে প্রতিপক্ষের মধ্য দিয়ে তাদের বিভিন্ন রকমের যে প্ল্যান বা ডিজাইন আছে। ভবিষ্যতে সেই ডিজাইনগুলোকে তারা বাস্তবে রূপ দিতে চাচ্ছে। এজন্য আমরা বলেছি নির্বাচন কমিশন যাতে সতর্ক থাকে।

সাবেক এ মন্ত্রী বলেন, আমরা বলেছি, নির্বাচনের আগেও বিভিন্ন অন্তর্ঘাতমূলক কাজ করতে পারে তারা। এটা অতীত অভিজ্ঞতা। কারণ জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপির মূলশক্তি হচ্ছে জামায়াত ইসলাম। তারা দেশে এবং বিদেশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন প্ল্যান, প্রোগ্রাম করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে-আন্তর্জাতিকভাবে নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে এবং তারা নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন বলেছে, আগামী ১৩ তারিখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে এ সমস্ত ব্যাপারগুলো উত্থাপন করবে। যাতে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়।

তিনি বলেন, আমরা এটাও বলেছি, বিদেশি যে পর্যবেক্ষকরা আসবেন। দেখা যায়, বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে প্রত্যেকটা দেশের হিডেন কতগুলো এজেন্ডা থাকে। পর্যবেক্ষকেরা যাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করতে পারে, সে ব্যাপারে কমিশনকে সতর্ক থাকতে বলেছি।

(ওএস/অ/ডিসেম্বর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test