E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

৬ দাবিতে ফের সড়কে ভিকারুননিসার মেয়েরা

২০১৮ ডিসেম্বর ০৫ ১৫:৪৪:১৯
৬ দাবিতে ফের সড়কে ভিকারুননিসার মেয়েরা

স্টাফ রিপোর্টার : শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধসহ ৬ দফা দাবিতে ফের সড়কে অবস্থান নিয়েছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মেয়েরা।

বুধবার বেলা ৩টার দিকে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এর আগে অধ্যক্ষসহ ৩ শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেয়া হয়।

পরে শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে সড়কে অবস্থান নেয়। দাবিগুলোর প্রথমেই রয়েছে অধ্যক্ষসহ বাকি শিক্ষকদের পদত্যাগের লিখিত আদেশ জনসম্মুখে দেখাতে হবে, ঘটনার সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, ভিকারুননিসা স্কুলে শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ করতে হবে, কথায় কথায় টিসির ভয় দেখানো যাবে না, মানসিক সুস্থতার জন্য শিক্ষকদের মানসিক চিকিৎসক দিয়ে কাউন্সিলিং করতে হবে, গভর্নিং বডির সবাইকে অপসারণ করতে হবে।

(ওএস/অ/ডিসেম্বর ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test