E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বাগেরহাটের আওয়ামী লীগের ৪ প্রার্থী বিপুল ভোটে বিজয়ী 

২০১৮ ডিসেম্বর ৩০ ২২:৪৬:৪৫
বাগেরহাটের আওয়ামী লীগের ৪ প্রার্থী বিপুল ভোটে বিজয়ী 

শেখ আহসানুল করিম, বাগেরহাট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে আওয়ামী লীগের সব প্রার্থী বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী হয়েছেন। তারা হলেন, বাগেরহাট- ১ আসনে বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট- ২ আসনে বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট- ৩ আসনে হাবিবুন নাহান তালুকদার ও বাগেরহাট – ৪ আসনে মো. মোজাম্মেল হোসেন। রাতে জেলা রিটানিং কর্মকর্তার কন্টোল রুম থেকে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।

বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের ঘোষিত ভোটের ফরাফল

বাগেরহাট- ১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ হেলাল উদ্দিন সবকটি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ৫৩ হাজার ২৪১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি বিএনপির প্রার্থী শেখ মাসুদ রানা পেয়েছেন মাত্র ১১ হাজার ৩৪৯ ভোট।

বাগেরহাট- ২ (সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় সবকটি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ২০ হাজার ৯১২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি বিএনপির প্রাথী এম এ সালাম পেয়েছেন মাত্র ৪ হাজার ৫৯০ ভোট।

বাগেরহাট- ৩ (রামপাল ও মোংলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহান তালুকদার সবকটি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৮৮ হাজার ৯০৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি ঐক্যফ্রন্টের প্রার্থী জামায়াত নেতা আব্দুল ওয়াদুদ শেখ পেয়েছেন মাত্র ১৩ হাজার ৪০৮ ভোট।

বাগেরহাট- ৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. মোজাম্মেল হেসেন সবকটি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ৪৭ হাজার ৮৬৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি ইসলামী আন্দেলনের হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা আব্দুল মজিদ পেয়েছেন মাত্র ২ হাজার ৩৯৫ ভোট।

(এসএকে/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test