E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বাগেরহাটে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শহীদ বাদলের শাহাদাৎ বার্ষিকী পালিত

২০১৯ জানুয়ারি ০৯ ১৭:২৮:৫২
বাগেরহাটে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শহীদ বাদলের শাহাদাৎ বার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের ২৭তম শাহাদাৎ বার্ষিকী নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ কর্মসূচীর মধ্যে ছিল কোরআন খানি, কালোব্যাজ ধারণ, শোক র‌্যালি, শ্রদ্ধাঞ্জলি অর্পন, স্মরণ সভা, দোয়া ও এমিতদের মাঝে খাবার বিতরণ। 

বুধবার সকাল ৯ টায় শোক র‌্যালি শেষে শরণখোলার কেন্দ্রীয় শহীদ মিনারে পাশে শায়ীত শহীদ মনিরুজ্জামান বাদলের মাজারে পুষ্পাঞ্জলি অর্পন করা হয়। এসময় জেলা ছাত্রলীগের পক্ষ থেকেও বাদলের মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। সকাল ১০টায় ছাত্রলীগের আহবায়ক মো. হাসান মীরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম সাইফুল ইসলাম খোকন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, কৃষক লীগের সভাপতি এম ওয়াদুদ আকন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, যুবলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান স্বপন, জিয়াউল হাসান তেনজিন, ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সাউফুল ইসলাম জীবন, শরীফ খায়রুল ইসলাম, হাসান হাওলাদার, মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আ. রাজ্জাক ও ছাত্রলীগ নেতা মাসুম খান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি গাজী বদরুজ্জামান আবু, মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, মোস্তফা কামালসহ জেলা ছাত্রলীগের সহসভাপতি ইমরান উদ্দিন শুভ, সদস্য সবুজ তালুকদার, মেহেদী হাসান শাওন বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ১৯৯২ সালের এই দিনে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের টিএসসি চত্বরে ছাত্রলীগের সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চ থেকে ডেকে নিয়ে আততায়ীরা শামসুন্নাহার হলের সামনে মনিরুজ্জামান বাদলকে গুলি করে হত্যা করে। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।

(এসএকে/এসপি/জানুয়ারি ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test