E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

চিতলমারী পুলিশ ফাঁড়িতে নসিমন চালকের মৃত্যু

২০১৪ এপ্রিল ১৫ ১৮:৩১:০২
চিতলমারী পুলিশ ফাঁড়িতে নসিমন চালকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়ীয়া পুলিশ ফাঁড়ির গোলঘর থেকে রানা হাওলাদার (২২) নামের এক নসিমন চালকে’র লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রানার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য উপজেলার নসিমন, করিমন, অটোরিক্সা, অটো টেম্পু মালিক সমিতির পক্ষ থেকে সকাল ৭টা থেকে ৪ ঘণ্টা ধর্মঘট পালন করে।

নিহত রানার পিতা নাসির হাওলাদার অভিযোগ করেছেন, বড়বাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিউদ্দিন তার ছেলেকে নির্যাতন করে মেরে ফেলেছে।

রানার স্ত্রী আসমা আক্তার বলেন, আমার দু’মাসের একটি পুত্র সন্তান রয়েছে। এখন কিভাবে সংসার চালাবো। আমার স্বামীর হত্যার বিচার চাই।


পুলিশ জানায়, তার নসিমন নিয়ে বড়বাড়ীয়া ক্যাম্পে ৩/৪ দিন ধরে পুলিশ বহনের ডিউটি করছিল। সোমবার রাতে ফাঁড়ির গোল ঘরে ঘুমাতে যায়। ভোরে তাকে ঘুম থেকে ডাকলে তার সাড়া মেলেনি। পরে তাকে চিতলমারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


ফাড়ির ইনচার্জ এসআই শফিউদ্দিন তার বিরুদ্বে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, রানা নসিমন নিয়ে পুলিশে’র ডিউটি করছিল। রাতে ক্যাম্পের গোলঘরে ঘুমিয়ে ছিল। সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যু’র কারণ জানা যাবে। বাগেরহাট সদর হাসপাতালের ময়না তদন্তকারী চিকিৎসকরা জানান, নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহৃ রয়েছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জনান, মৃত্যুটি দুঃখজনক। তবে ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একে/এএইচএল/এপ্রিল ১৫,২০১৫)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test