E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বরিশালে ফেনসিডিল রাখায় যুবকের কারাদন্ড

২০১৪ জুলাই ২৩ ১৮:৫৫:১৯
বরিশালে ফেনসিডিল রাখায় যুবকের কারাদন্ড

বরিশাল প্রতিনিধি : ফেনসিডিল রাখার দায়ে ইয়াছিন খান নামে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাসের কারা দন্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুর ৩ টায় জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আলী হায়দার আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। দন্ডিত ইয়াছিন খুলনা সদরের পাঁচ নম্বর মাছ ঘাটের বাসিন্দা মৃত ইছাহাক খানের ছেলে।

মামলার নথির বরাত দিয়ে ট্রাইব্যুনালে বেঞ্চ সহকারী ফিরোজুল ইসলাম জানান, ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর গোপন সংবাদের বরিশালের বাকেরগঞ্জ থানার এসআই উত্তম কুমার পাল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া দারুল সুন্নাহ মাদ্রাসার নিকটকর্তী অভিযান চালিয়ে ইয়াছিন খানের কাছে ৩৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করেন। ঘটনায় ওই দিনই এসআই উত্তম কুমার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার এসআই হেদায়েতুল ইসলাম ২০১৩ সালের ২০ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় জামিনে মুক্ত হয়ে তিনি আত্মগোপন করেছেন ইয়াছিন। আদালত ছয়জনের সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আসামির অনুপস্থিতিতে উল্লেখিত রায় প্রদান করেন।##


(বিএস/অ/জুলাই ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test