E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ চলছে

২০১৪ এপ্রিল ১৬ ১১:০৩:৩৮
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ চলছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন সকাল ৮ টা থেকে শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত চলবে এ ভোট গ্রহন। ২০ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে সদর উপজেলার মোট ভোটার সংখ্যা ৩,৬৮,৯১২। কেন্দ্র ১৬৯টি।

প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে চেয়ারম্যান পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদন্ধীতা করছেন। এখন পর্যন্ত কোথাও থেকে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

৩১ মার্চ সদর উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জামায়াতে ইসলামীর আলমগীর হোসেন কেন্দ্র স্থানান্তরের অভিযোগ হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে ৩০ মার্চ নির্বাচন স্থগিত করে প্রশাসন। পরে নির্বাচন কমিশন হাইকোর্টের ঐ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করলে সুপ্রিম কোর্ট হাইকোর্টের ঐ আদেশ খারিজ করে দেয়। পরে নির্বাচন কমিশন ১৬ এপ্রিল নির্বাচনের পরিবর্তিত তারিখ নির্ধারণ করে।

(জেএবি/এইচআর/এপ্রিল ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test