E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

তিস্তা অভিমুখে সিপিবি-বাসদের রোডমার্চ বৃহস্পতিবার

২০১৪ এপ্রিল ১৬ ১২:০৬:২৯
তিস্তা অভিমুখে সিপিবি-বাসদের রোডমার্চ বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার : সরকারের ‘নতজানু’ পররাষ্ট্রনীতি পরিহারসহ ৬ দফা দাবিতে তিস্তা অভিমুখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) রোডমার্চ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তিন দিনব্যাপী রোডমার্চটি শুরু হবে।

গণসংযোগ ও সমাবেশের মাধ্যমে ১৯ এপ্রিল বিকেল ৪টায় ডালিয়া তিস্তা ব্যারেজসংলগ্ন সাধুর বাজারে গিয়ে কর্মসূচি শেষ হব।

বুধবার সকাল ১১টায় পুরানা পল্টনের মুক্তি ভবনে সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি তুলে ধরেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ জাফর আহমদ। সংবাদ সম্মেলনের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।

সংবাদ সম্মেলন থেকে সিপিবি-বাসদ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে দেশে জনমত গড়ে তোলার পাশাপাশি আঞ্চলিক সমঝোতার উদ্যোগও গ্রহণ করবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে সরকারের ‘নতজানু’ পররাষ্ট্রনীতি পরিহার করে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, নদী ব্যবস্থাপনা ও সমন্বিত পরিকল্পনা গ্রহণসহ ৬টি দাবি জানানো হয়।

দাবি আদায় না হলে রোডমার্চ শেষে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলেন দুই দলের নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, সিপিবি নেতা অনুরুদ্ধ দাস অঞ্জন, গার্মেন্টস শ্রমিক নেত্রী জলি তালুকদার প্রমুখ।

(ওএস/এইচআর/এপ্রিল ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test