E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাপাহার সীমান্তের ওপারে বিএসএফের হাতে বাংলাদেশি গরুর রাখাল নির্যাতনের শিকার

২০১৯ এপ্রিল ২৭ ১৭:৩৬:২৫
সাপাহার সীমান্তের ওপারে বিএসএফের হাতে বাংলাদেশি গরুর রাখাল নির্যাতনের শিকার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে  বাংলাদেশি এক যুবক (গরুর রাখাল) নির্যাতনের শিকার হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার পাতাড়ী সীমান্তের বিপরীতে ভারতের রাঙ্গামাটি ৬০ বিএসএফ ব্যাটালিয়নের জোয়ানরা এ নির্যাতন চালিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দিনগত রাতে একদল গরুব্যবসায়ীর সঙ্গে উপজেলার দক্ষিন পাতাড়ী (তুলশী ডাঙ্গা) গ্রামের কাবির উদ্দীনের পুত্র আজিম উদ্দীন (২০) রাখাল হিসেবে চোরাই পথে ভারত অভ্যন্তরে গরু আনতে যায়। গরু নিয়ে তারা শনিবার ভোরে সীমান্তের ২৪২পিলার এলাকা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে ভারতের বামন গোলা থানার রাঙ্গামাটি ক্যাম্পের ৬০ বিএসএফের টহলরত জোয়ানরা তাদের পিছু ধাওয়া করে।

এসময় অন্যরা গরু রেখে পালিয়ে যেতে সক্ষম হলেও আজিম উদ্দীন বিএসএফের হাতে ধরা পড়ে। পরে তারা তাকে ক্যাম্প এলাকায় নিয়ে গিয়ে জীবন্ত অবস্থায় দু’হাতের প্রত্যেকটি আঙ্গুলের ওপরের অংশ (খোশা বা কুনি) উপড়ে ফেলে এবং শারিরীক নির্যাতন চালায়।

এসময় আজিম উদ্দীন বিএসএফের অমানুষিক নির্যাতনে জ্ঞান হারিয়ে ফেললে অচেতন অবস্থায় তারা তাকে সীমান্তবর্তী পুনর্ভবা নদীর জিরো পয়েন্টে ফেলে রেখে চলে যায়। ভোর ৫টার দিকে আদাতলা ১৬বিজিবির একটি টহল দল ওই এলাকায় গেলে তারা নদীর কিনারে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। এর পর সকাল ১০টার দিকে আদাতলা বিজিবি সদ্যসরা আহত যুবককে সাপাহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করায়।

নির্যাতনের শিকার আহত আজিম উদ্দীন এখন সাপাহার হাসপাতালে ভর্তি রয়েছে। বিজিবি নওগাঁ ১৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্ণেল তুহিন মোহাম্মাদ মাসুদ ঘটনার কথা স্বীকার করে সাংবাদিকদের জানান, এবিষয়ে বিজিবির পক্ষ থেকে সাপাহার থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

(বিএম/এসপি/এপ্রিল ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test