E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে ঝুঁকি নিয়েই সেতুর উপর দিয়ে চলছে ভারী যানবাহন

২০১৯ মে ০৯ ১৩:৪৩:২৫
ঈশ্বরদীতে ঝুঁকি নিয়েই সেতুর উপর দিয়ে চলছে ভারী যানবাহন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের খড়ের দাইড় এলাকায় এরশাদ মোড়ে ঝুঁকি নিয়েই সেতুর উপর দিয়ে চলছে ভারী যানবাহন। ছোট এই সেতুটি (টেপাগাড়ি কোলের মুখে) ভেঙ্গে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় পরিণত হয়েছে। এর উপর দিয়েই প্রতিনিয়ত এলাকার ভারী যানবাহনসহ শত শত যানবাহন চলাচল করছে। যেকোনো সময়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সেতুটি পুণঃনির্মাণ দাবি করেছেন এলাকাবাসী, চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।

সরেজমিনে বৃহস্পতিবার সেতু এলাকা ঘুরে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ছলিমপুরের এই এলাকা সবজি ও লিচু উৎপাদনের প্রধান অঞ্চল। এছাড়া দাশুড়িয়াস্থ পাবনা সুগার মিল জোনের আখচাষের অন্যতম এলাকা। এক সময়ে পদ্মা নদীর চুড়িমালার ঘাট নামের এই বিশাল কোলটি পানিতে পরিপূর্ণ থাকতো। বিগত তিন দশক আগেও পানিতে কোলটি টইটুম্বুর ছিল। এলাকার কৃষিপণ্য আনা-নেওয়া ও স্থানীয় গ্রামবাসীদের চলাচলের জন্য কোলের টেপাগাড়ি মুখে একটি সেতু নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিলে ১৯৮৩-৮৪ অর্থ বছরে বিএনডিসি সহযোগিতায় ৯ লাখ ৩৩ হাজার ৭১৪ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়।

জনসংখ্যা ও উন্নয়নের অগ্রযাযাত্রার কারণে সেতুর সংযোগ সড়কটি এখন চরম ব্যস্ততম। সেতু সংলগ্ন পাড়ার সিরাজ প্রামাণিক জানান, সেতুটি যেসময় নির্মাণ করা হয় তখন ভারী যানবাহনের চলাচল ছিল না। এখন প্রতিদিনই এই সেতুর উপর দিয়ে ১০ চাকাওয়ালা ট্রাকসহ ছোট-বড় অন্তত শত শত যানবাহন চলাচল করছে। সেতুর চর্তুদিক ভেঙ্গে গেছে। বড় বড় ফাটলের মাঝে নানা রকম গাছ গজিয়েছে। যেকোনো সময় সেতুটি ভেঙ্গে পড়ার আশংকা রয়েছে। তাই সেতুটি সংস্কার বা পুণ:নির্মাণ করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

এলাকাবাসী রানা ও শিপন জানান, সেতুটি এই অঞ্চলের ছয়টি গ্রামের সংযোগ। সেতুটি ভেঙ্গে পড়লে এই গ্রামবাসীদের অন্তত ১০-১২ কিলোমিটার ঘুরে চলাফেরা করতে হবে। সেতুটি পুণ:নির্মাণ জরুরী ।

ছলিমপুর ইউপি’র চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা জানান, সেতুটি অনেক পুরনো হয়ে গেছে। সেতুটি নতুন করে নির্মাণ করার জন্য স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী অফিসে যোগাযোগ করা হবে।

উপজেলার স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী ঈশ্বরদী এনামুল কবির জানান, সেতুটি নির্মাণের জন্য চাহিদাপত্র জরুরী ভিত্তিতে প্রেরণ করা হবে।

(এসকেকে/এসপি/মে ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test