E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সাদিয়া হত্যা : ঘাতকদের বিচারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

২০১৯ মে ৩০ ১৭:৪৯:০৯
সাদিয়া হত্যা : ঘাতকদের বিচারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে গৃহবধূ সাদিয়া বেগমকে (২২) হত্যায় জড়িত ঘাতকদের দ্রুত আটক ও বিচারের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল, পথসভা, মানববন্ধন ও স্থানীয় প্রশাসনের নিকট স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।

পাঁচ শতাধিক মানুষের বিক্ষোভ মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে চিতলমারী উপজেলা পরিষদ চত্ত্বর, থানাসহ গোটা বাজার এলাকা। বিক্ষোভস্থলে কাঁদতে কাঁদতে বার বার মূর্ছা যান সাদিয়ার পিতা দরিদ্র কৃষক হেদায়েত তালুকদার। এ সময় বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গৃহবধু সাদিয়া বেগমের বাবার গ্রাম পাটরপাড়া হতে শত শত নারী, পুরুষের বিক্ষোভ মিছিল পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে জড়ো হয়। এরপর সমবেত বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে যায়। সেখানে সড়ক অবরোধ করে পথসভা করে। এরপর উপজেলা পরিষদ চত্ত্বরে তারা মানববন্ধন শেষে সাদিয়া বেগমকে হত্যাকারীদের আটক ও বিচারের দাবিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল থানায় গিয়ে থানা পরিদর্শক অনুকুল সরকারের নিকট স্মারকলিপি প্রদান করেন।

পথসভায় বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো. রাশেদ শেখ, সাবেক ইউপি সদস্য পলাশ তালুকদার, নজরুল ইসলাম তালুকদার, রিয়াদ তালুকদার ও হামিম তালুকদার, সাদিয়া বেগমের পিতা মো. হেদায়েত তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, সাদিয়ার স্বামী জাকারিয়া শেখ মালয়শিয়া থাকে। এই সুযোগে দীর্ঘদিন ধরে তার উপর শ্বশুর বাড়ির লোকজন নানামুখি নির্যাতন চালিয়েছে। গত ২৭ মে সন্ধ্যায় সাদিয়ার শ্বাশুড়ী ফাতেমা বেগম, ভাসুরের স্ত্রী সাবিনা বেগম ও ভাসুরের ছেলে মাহমুদ শেখ সাদিয়াকে ব্যাপক মারপিট শেষে গলা টিপে হত্যা করে। হত্যার পর তারা সাদিয়ার লাশ ঘরের আড়ায় ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালায়। নিহত সাদিয়ার মরিয়ম নামের দেড় বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

(এসএকে/এসপি/মে ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test